3D এনিমেশন তৈরি করুন (বাছাই করা সফট থেকে সেরা সফট)
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। বর্তমান যমানায় হচ্ছে 3D দুনিয়া আর আমরা পিছিয়ে থাকলে তো আর হবে না! তাই আপনাদের জন্য নিয়ে আসলাম 3D লেখার এনিমেশন তৈরি করার ভাল লাগা কাজের একটি সফট, এই সফট দিয়ে আপনি আপনার মনের মতন বাংলা, ইংরেজী 3D লেখার এনিমেশন তৈরি করতে পারবেন শুধু একটু মেধা খাটিয়ে। তাহলে আর দেরি না করে নিয়ে নিন সফট টি। আর হ্যাঁ সফট ডাউনলোড করার আগে একটি ধন্যবাদ দিতে ভুলবেন না এত কষ্ট করে আপনাদের জন্য খুঁজে খুঁজে সফট গুলো বাহির করি আর আপনারা শুধু নিয়ে যান ধন্যবাদ না দিয়ে। আশাকরি আজ ধন্যবাদ না দিয়ে যাবেন না।প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন। তারপর চালু করুন।
এবার ডাউনলোড করা ফোল্ডার থেকে সিরিয়াল নাম্বার দিয়ে Run Xara 3d লেখাতে ক্লিক করুন।
এবার Text Option বাটনে ক্লিক করে আপনার লেখার স্টাইল সিলেক্ট করে আমার মত পছন্দ লেখা লিখে দিন।
এবার এনিমেশন দেবার পালা এনিমেশন এর বিভিন্ন ইফেক্ট দিতে হলে Option মেনু থেকে Animate বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন।
বিভিন্ন কালার দিন আপনার পছন্দের মত তারপর Start/Stop Animation (CTRL+SPACE) ক্লিক করে দেখুন কেমন হয়েছে এনিমেশনটি।
এবার ডাউনলোড করা ফোল্ডার থেকে সিরিয়াল নাম্বার দিয়ে Run Xara 3d লেখাতে ক্লিক করুন।
এবার Text Option বাটনে ক্লিক করে আপনার লেখার স্টাইল সিলেক্ট করে আমার মত পছন্দ লেখা লিখে দিন।
এবার এনিমেশন দেবার পালা এনিমেশন এর বিভিন্ন ইফেক্ট দিতে হলে Option মেনু থেকে Animate বাটনে ক্লিক করে আপনার পছন্দের ইফেক্ট সিলেক্ট করুন।
বিভিন্ন কালার দিন আপনার পছন্দের মত তারপর Start/Stop Animation (CTRL+SPACE) ক্লিক করে দেখুন কেমন হয়েছে এনিমেশনটি।
3D এনিমেশন তৈরি করুন (বাছাই করা সফট থেকে সেরা সফট)
Reviewed by MD EMDADUL HOQUE
on
Monday, October 03, 2016
Rating:
No comments: