Top Ad unit 728 × 90

এনিমেশন বানানোর চরম একটি সফটওয়্যার।।Easy Gif Animator Pro v5 সাথে সিরিয়াল কি

আজ আমি আপনাদের সাথে একটা software শেয়ার করবো যার মাধমে খুব সহজে animation, banner, button ইত্যাদি তৈরী করতে পারবেন।

প্রথমে Software টি নামিয় নিন এই লিংক থেকে: Easy GIF Animator Pro 5 এবং install করে নিন।

কার্যপ্রণালী :

প্রথমে software টি run করান। আপনি এটি দ্বারা animation, banner, button ইত্যাদি তৈরী করতে পারবেন। আমি animation দেখাচ্ছি। সুতরাং Create New Animation বাটনে ক্লিক করুন।
তারপর Add Image… বাটনে ক্লিক করে আপনার পছন্দের ছবিটি যোগ করুন (ইচ্ছামত ছবি নিতে পারবেন)। আমি দু’টি ছবি দিয়ে দেখালাম। পরে Next বাটনে ক্লিক করুন।
তারপর Animation এ আপনার দেয়া ছবিগুলো কতক্ষণ প্রদর্শন করতে চান তা select করে Next বাটন ক্লিক করুন।
আবার Next বাটন ক্লিক করুন।
এবার Finish বাটন ক্লিক করুন।
এবার প্রথম ছবিটি select করে Create effect বাটনে ক্লিক করুন।
এখানে আপনি আপনার পছন্দের effect টি select করুন। এবং সৌন্দর্য বাড়ানোর জন্য প্রয়োজন অনুযায়ী edit করুন। তারপর ok করুন।
play বাটনে ক্লিক করুন। ভাল লাগলে save বাটনে ক্লিক করে পছন্দের জায়গায় রেখে দিন। তারপর আপনার সাইটে যোগ করে দিন।
 আশা করি আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।
এনিমেশন বানানোর চরম একটি সফটওয়্যার।।Easy Gif Animator Pro v5 সাথে সিরিয়াল কি Reviewed by MD EMDADUL HOQUE on Wednesday, December 23, 2015 Rating: 5

No comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com