Top Ad unit 728 × 90

All in One

যে বইটি বদলে দিতে পারে আপনার জীবন ধারা

আসসালামু আলাইকুম,
এই বইটা আমি পরেছি অনেক দিন আগে।খুব ভাল মানের (বেস্ট সেলিং) বই। বইটির নাম "তুমিও জিতবে"। নিলখেতে অনেকেই দেখে থাকবেন এই বইটা।আজ ওয়েবসাইট ঘুরতে ঘুরতে এই বইটির সফট কপি পেয়ে গেলাম। তাই আপনাদের সাথে শেয়ার করছি।আসা করি আপানাদের ভাল লাগবে।
বিজয়ীরা ভিন্ন ধরনের কিছু করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে"
-শিব খেরা
জীবনে তারাই সফল হয় যারা নিজেদেরকে জানতে পারে।নিজেকে জানতে হলে অথবা নিজের মনের মাঝের মানুষটাকে জাগিয়ে তুলতে হলে অনুপ্রেরণা প্রয়োজন।এই অনুপ্রেরণা হতে পারে একটি উক্তি থেকে বা কোনো গল্প থেকে বা কোনো বই থেকে।
শিব খেরার "তুমিও জিতবে" বা "You Can Win" এমন একটা বই।
ডউনলোড লিঙ্কঃ "তুমিও জিতবে"
ভাল থাকবেন সবাই
=============================================================
বদলে ফেলুন ডিকশেনারিতে শব্দ খোজার স্টাইল

আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির নাম Oxford Pocket Dictionary। এটি খুব ছোট সাইজ এর কিন্তু খুব এ ভাল মানের সফটওয়্যার।সবচেয়ে বড় কথা হলো Oxford Pocket Dictionary টির একটি বিশেষ গুন আছে।আপনি যখন কোন শব্দ খুজবেন তখন তার meaning আসবে এবং সেই meaning এর কোন শব্দ যদি আপনি না জানেন তাহলে এই শব্দের উপর click করলেই তার meaning চলে আসবে। আপানাকে আর আলাদা করে ওই শব্দের meaning টাইপ করে খুজতে হবে না।
 
আমি basically টেকটিউনসের নিরব ভিউয়ার।অনেক সময়ই লিকব লিকব করেও লিখা হয় না।আজ লিখতে বসেই পরলাম আর আপনাদের জন্য নিয়ে এলাম Oxford Pocket Dictionary
হয়তো অনেকের কাছেই আছে এই Oxford Pocket Dictionary টি। যাদের কাছে নেই তাদের জন্য আপলোড করলাম। আশা করি ব্যবহার করে উপক্রিত হবেন।
 
ডউনলোড লিঙ্কঃ "Oxford Pocket Dictionary"
 
ভাল থাকবেন সবাই
=============================================================
এখন থেকে আপনার নিজের ছবিই হবে ফোল্ডারের আইকন

আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির নাম ICON MAKER. এটি খুব ছোট সাইজ এর কিন্তু খুবই ভাল মানের সফটওয়্যার। নাম শুনেই বুঝা যাচ্ছে যে এই সফটওয়্যার এর কাজ কি। হা, এই সফটওয়্যার টা দিয়ে খুব সহজে আপনি আপনার ছবিকে ICON(.ico) বানাতে পারবেন এবং তা ফোল্ডার এর আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে সচিত্র বর্ণনা করলাম।
১. আপনার নিজের ছবি দিয়ে ফোল্ডার আইকন তৈরী করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করুন।
২. এবার ফাইল মেনু থেকে Import From Graphic’s select করুন
৩. এবার open বক্স থেকে পছন্দের ছবিটি open করুন

৪. এবার প্রয়োজন অনুযায়ি Edit করুন। সম্পাদনকৃত আইকন এর ছবিটি উপরের ডান পাশে দেখা যাবে।
৫. এবার ফাইলটি সেভ করুন .ico হিসাবে।ব্যাস তৈরী হয়ে গেল আপনার আইকন।
৬. এবার যে কোন ফোল্ডার এর Properties থেকে ফোল্ডারটি Customize করে ফেলুন আপনার আইকনটি দিয়ে।
ডউনলোড লিঙ্কঃ "ICON MAKER"
 
 
ভাল থাকবেন সবাই
=============================================================
কোনো ঝামেলা ছাড়াই নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন মাত্র ছোট একটি সফটওয়্যার দিয়ে

আসসালামু আলাইকুম,
আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিঙ্ক দেব। সফটওয়্যারটির মাধমে আপনি কোনো ঝামেলা ছাড়াই নষ্ট হার্ডডিস্ক ঠিক করুন। এটি মাত্র ১ MB সাইজ এর কিন্তু খুবই কাজের একটি সফটওয়্যার।সফটওয়্যারটির সাথে সিরিয়াল দেয়া আছে। আপনাদের আর নতুন করে সিরিয়াল খুজার দরকার নাই।
আপনাদের পিসি বা ল্যাপটপের নষ্ট হয়ে যাওয়া হার্ডডিস্ক ঠিক করতে আপনাদের হার্ডডিস্কটি আর খোলার দরকার হবে না।আসা করি সফটওয়্যারটি আপনাদের কাজে লাগবে।
কিভাবে করবেন তা নিচে সচিত্র বর্ণনা করলামঃ
১. এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং সফটওয়্যারটি আপনার পিসিতে ইনিস্টল করুন।
২. সিরিয়াল নাম্বার দিয়ে রেজিস্টার করুন।
৩. নষ্ট হার্ডডিস্ক টি আপনার ল্যাপটপের বা পিসির ২য় হার্ডডিস্ক হিসেবে লাগান।
৪. সফটওয়্যারটি ওপেন করুন
৫. এবার নষ্ট হার্ডডিস্ক টি সিলেক্ট করুন এবং continue বাটনে ক্লিক করুন।
৬. তারপর LOW LEVEL FORMAT এ ক্লিক করে FORMAT THIS DEVICE এ ক্লিক করুন এবং কিছু ক্ষন অপেক্ষা করুন।
৭. ব্যাস আপনার কাজ শেষ।
ডউনলোড লিঙ্কঃ "হার্ডডিস্ক রিপিয়ার"
ভাল থাকবেন সবাই
=============================================================
Hidden, Read only ফাইল খোঁজা এবং attribute পরিবর্তন করার দারুন একটা সফটওয়্যার (সাইজ মাত্র ২৮ কে.বি)

""ভাইরাস আপনার ফাইল গুলোকে হাইড করে দিয়েছে অথবা Read only করে দিয়েছে? সমাধান ছোট একটা সফটওয়্যার""
কেমন আছে সবাই? আসা করি ভালই আছেন। আমি এই ব্লগ এ পুরোনো ভিউয়ার এবং নতুন টিউনার। আসা করি এখন থেকে রেগুলার আপনাদের সাথে থাকব।
 আজ আমি আপানাদের যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিব তার নাম Hidden File Tool ।এটি একটি portable সফটওয়্যার তাই ইন্সটল করার ঝামেলা নাই। এই সফটওয়্যারটির size এ ছোট কিন্তু কাজে ব্যপক।অনেক সময় আমাদের computer এর ফাইল গুলো ভাইরাসের কারনে হিডেন বা রিড অনলি হয়ে যায়। তখন ওই ফাইল গুলা খুজে খুজে ঠিক করা খুবই কঠিন কাজ।
আমি আজ আপনাদের যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তা দিয়ে মাত্র কয়েক ক্লিকেই এই সমস্যার সমাধান করতে পারবেন।
 
কিভাবে করবেনঃ
১. প্রথমে Hidden File Tool সফটওয়্যারটি ডাউনলোড করুন;
২. সফটওয়্যারটি রান করুন। নিচের ছবির মত আসবে;
৩. এবার নিচের ছবির মত আপনার directory সিলেক্ট করুন;
৪. কোন ধরনের ফাইল সার্চ করবেন সেগুলো সিলেক্ট করুন;
৫. search এ ক্লিক করুন;
 ৫. আপনার সিলেকশান অনুযায়ি সমস্ত ফাইল show করবে;
 ৬. এই বার ফাইলগুলো select করে কি change করতে চান সেই অনুযায়ি টিক দেন;
 ৭. change এ ক্লিক করুন
 ৮. ব্যাস কাজ শেষ।
ডাউনলোড লিংকঃ Hidden File Tool

=============================================================
কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখন আপনার ছবিতে কোট পড়ান!!!

আসসালামু আলাইকুম,
সকল টিউনার ও ভিজিটর আপনারা সকলেই কেমন আছেন? আশাকরছি সকলেই আল্লাহর দয়ায় ভালই আছেন।
আজ আমি আপনাদের জন্য নিয়ে আসেছি PNG format এর কিছু কোট।
আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক।
যা যা করতে হবেঃ
১. প্রথমে নিচের লিংক হতে PNG format এর কোট গুলো ডাউনলোড করে নিন
২. এরপর যে ছবিতে কোট পরাতে চান তা ফটোসপে ওপেন করুন;৩. ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন।

৪. Ctrl+A চেপে সম্পুরন কোটটি সিলেক্ট করুন;
৪. যে ছবিতে কোট পরাতে চান সেখানে Ctrl+V চেপে পেস্ট করুন;

৫. এবার কোটটি আপনার ছবির সাথে adjust করার জন্য Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন, ডানে বামে সরান। প্রয়োজনে কোটটি বড় ছোট করে নিন (ছবিতে দেখেন);

৬। Crop Tool দিয়ে Hight=2 & Width =1.5 দিয়ে Crop করুন;

৭. এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।

ব্যাস আপনার সব কাজ শেষ।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকবেন।
লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
=============================================================
আপনার বা আপানার প্রিয়জনের ছবির পেন্সিল স্কেচ  তৈরি করুন খুব সহজে

আসসালামু আলাইকুম,
আজ আপনাদের জন্য নিয়ে এলাম ফটো sketch করার দারুন একটা সফটওয়ার ।যার মাধমে আপনি আপনার ছবিকে খুব সহজেই পেন্সিল স্কেচ করতে পারবেন। নিচের ছবিগুলা দেখলেই সফটওয়্যারের কার্যকারিতা বুঝতে পারবেন।
সফটওয়্যারের ডাউনলোড লিংক এখানে
ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। চিত্রের দেখানো স্থানে ক্লিক করে চোখের নিমিষে পেন্সিল স্কেচ বানিয়ে ফেলুন,
 ১ এ ক্লিক করে ফাইল ওপেন করুন;
২ এ ক্লিক করে Black level ঠিক করুন;
৩ এ ক্লিক করে white level ;
৪ এ ক্লিক করে Save করুন;
আশা করি সবার কাজে আসবে।
লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
ধন্যবাদ সবাইকে।

=============================================================
কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন আপনার ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলো ব্যবহার করুন নিশ্চিন্ত মনে

আসসালামু আলাইকুম,
আজ যে সফটওয়্যারটি নিয়ে হাজির হলাম তা দিয়ে ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন। আশ্চর্য হবার কিছু নেই। মনোযোগ দিয়ে লিখাটা পরলে যে কেউ কাজটা করতে পারবে।
সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।
ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।
এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।
 
১. কাজটি করার জন্য সবার প্রথম সফটওয়্যারটি এখান থেকে নামাতে হবে এবং Install করতে হবে;
২. এর পর সফটওয়্যারটি ওপেন করান, নিচের ছবির মত আসবে;
 
৩. Browse বাটন ক্লিক করে ট্রায়াল ভার্সন সফটওয়্যারটি সিলেক্ট করুন;
 
৪. Choose the new date থেকে আগামী কালকের তারিখ সিলেক্ট করুন;
৫. Enter a name for create desktop icon বক্সে সফটওয়্যারটির নাম দিন;
৬. Create desktop short-cut বাটনে ক্লিক করুন;
৭. ব্যাস, আপানার কাজ শেষ,ডেস্কটপ এ একটি shortcut তৈরি হবে। এখন থেকে সফটওয়্যারটি ওপেন করতে এই shortcut টি ব্যবহার করুন আর বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে থাকেন trial software গুলো।
 
ভাল থকবেন সবাই
বিঃদ্রঃ লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।

=============================================================
বাংলা একাডেমির ডিকশেনারি এখন মোবাইলে

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছে।
আজ যে মোবাইল সফটওয়্যারটি নিয়ে কথা বলব সেটি হল বাংলা একাডেমির ডিকশেনারি। সচরাচর আমরা মোবাইল এ যে সব সফটওয়্যার ইউস করি সেগুলোতে সব শব্দ খুজে পাওয়া যায় না। খুজে পেলেও অনেক সময় অর্থ ঠিক আছে কিনা সন্ধেহ হয়।আজ থেকে আর শব্দ খুজে পেতেও সমস্য হবে না শব্দের অর্থ নিয়েও কোন সন্দেহ থাকবে না।

কথা না বারিয়ে প্রথমে ডাউনলোড করে নেন সুন্দর আর সহজবোধ এই বাংলা একাডেমির ডিকশেনারিটি।
যে যে সুবিধা পাবেন এই সফটওয়্যারটিতেঃ
১. সবার প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হলো-মোবাইলে বাংলা support করার দরকার নাই;
২. বাংলা একাডেমি ডিকশেনারি সব শব্দ খুজে পাবেন;
৩. বাংলার সাথে সাথে ইংরেজি অর্থও পাবেন;
৪. আগে যে যে শব্দ খুজেছেন তার history থাকবে;
৫. Favorites শব্দ সেভ করে রাখতে পারবে;
নিচের ছবি গুলো দেখলে আরও ভাল ভাবে সব বুজতে পারবে-
সফটওয়্যারটি খুবই সিম্পল তাই ইউস করতেও সমস্যা হবে না আশা করি।
ভালো থাকবেন সবাই
বিঃদ্রঃ লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
=============================================================
নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি চমৎকার CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার

আসসালামু আলাইকুম,
চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত।
একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না "first impression is the best impression"। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী।
আমি আজ আপনাদের ১৫টি ভিন্ন ফরম্যাটের CV  এর ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।
CV 1
CV 2
 
ডাউনলোড লিংকঃ CV FORMAT
 
আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন—
১. একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
২. একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷
৩. আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷
৪. মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷
আশা করি এই টিউনটি সবার খুব কাজে আসবে।
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
ভাল থাকবেন সবাই।
=============================================================
পোর্টেবল সফটওয়্যারের জন্য আর ওয়েবসাইটে ওয়েবসাইটে ঘুরতে হবে না,এখন থেকে যে কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানান আর আপানার PC  সিস্টেমকে রাখুন জঞ্জাল মুক্ত এবং Smooth

আসসালামু আলাইকুম,
আশা করি ভাল আছে সবাই। আজ আপনাদের সাথে এমনই একটা সফটওয়্যার এর লিংক দেব যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানানতে পারবেন।আমি আজকে এই পোর্টেবল সফটওয়্যার মেকারের পুরনাঙ্গ ব্যবহার step by step বর্ণনা করব যাতে আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনিয় সফটওয়ার গুলোকে পোর্টেবল বানাতে পারেন।
পোর্টেবল সফটওয়্যার কি সে বিষয়ে আর বিস্তারিত বলবনা।শুধু এক কথায় বলি- পোর্টেবল সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারের জন্য PC তে ইন্সটল করার দরকার হয় না।তাই আপানার কাছে যদি আপানার প্রয়োজনিয় সফটওয়্যার গুলোর পরতাবালে ভার্সন থাকে তাহলে নতুন করে PC তে উইন্ডোজ দিলেও এক এক করে ওই সব সফটওয়্যার ইন্সটল দেয়ার দরকার হবে না।ইন্সটল দেয়ার ঝামেলা নেই যার ফলে আপানার PC থাকে জঞ্জাল মুক্ত এবং Smooth, তাছড়া সময় আর সিস্টেমের জায়গাও উভয়ই সেভ হয়।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।
যা যা করতে হবেঃ
২. এখন নিচের ছবি অনুযায়ি step by step বর্ণনা ফলো করুন-
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
আশা করি সবার কাজে লাগবে।
=============================================================
নিজেকে চাকরির বাজারে যুগ উপযোগী রাখুন ডেজিটাল ভাবে

আসসালামু আলাইকুম,
চাকরি খোঁজার সময়টা ঘরে বসে অলস কাটিয়ে দেবেন না।প্রস্তুতি নিন। আপনাদের এই প্রস্তুতির কথা মাথায় রেখে আমার আজকের টিউন। আজকে আপনাদের যে সফটওয়ারটি দিব তা দিয়ে আপনি আপনার প্রস্তুতি কে একটু ঝালিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে এখন এ ডাউনলোড করে নিন MCQ test সফটওয়ারটি আর নিজেকে চাকরির বাজারে যুগ উপযোগী রাখুন খুব সহজে।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
ডাউনলোড লিংকঃ MCQ test সফটওয়ার
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
নিচে কিছু Screen Shot দিলাম:
আশা করি সফটওয়্যারটি আপনার কাজে লাগবে।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
চাকরির বাজারে নিজেকে যুগ উপযোগী রাখবেন জেভাবে
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
আশা করি  নিচের কাজ গুলো already সম্পন্ন করেছেন-
১. জীবন কে বদলে দেয়ার অভিপ্রায় নিয়ে শিভ খেরার "তুমিও জিতবে" দিয়ে যে টিউন শুরু করেছিলাম তা সংগ্রহ করেছেন ;
"যে বইটি বদলে দিতে পারে আপনার জীবন ধারা"
 
২. নিজের ছবিতে কোট পড়িয়েছেন কোট না পড়েই নিচের এই টিউন থেকে;
"কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!
 
 
৪. বাংলা একাডেমির আর Oxford Pocket Dictionary ও নিশ্চই সংগ্রহ করে নিয়েছেন এই টিউন দুটি থেকে;
 
        A. বাংলা একাডেমির ডিকশেনারি- "বাংলা একাডেমির ডিকশেনারি এখন মোবাইলে"
 
 
 
ভালো থাকবেন সবাই।
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
=============================================================
সুখে শান্তিতে ফাইসবুক চালান...শুধু ফাইসবুক না,সব ব্লক করা সাইটই চলবে এর মাধমে

আসসালামু আলাইকুম,
সবাই ভাল আছে নিশ্চই। আজ আপনাদের যে সফটওয়ারটি দিব তার মাধমে আপনি যে কোন ব্লক করা সাইট এ ধুক্তে পারবে।
নিচে ডয়াউনলোড লিঙ্ক দিলাম। চট জলদি নামিয়ে নিন সফটওয়্যারটি।
 : :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
ডাউনলোড লিংকঃUnblock Site
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
যা যা করতে হবেঃ
 
ভাল থাকবেন সবাই
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
=============================================================
আপনার পিসিতে থাকা ডুপ্লিকেট ফাইল গুলোকে ঝাটিয়ে বিদায় করুন
আসসালামু আলাইকুম,
আশা করি ভালই আছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা পোর্টেবল একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি আপনার পিসি তে থাকা ডুপ্লিকেট ফাইলগুলোকে ঝাটিয়ে বিদায় করতে পারবেন।
একটা ছোট History বলি। আমি মোবাইল এ প্রচুর ছবি তুলতাম এখনও তুলি। সবগুলো ছবি আমি বিভিন্ন জায়গায় কপি করে ব্যাকআপ রাখতাম।রাখতে রাখতে এমন হলে যে একি ছবি বিভিন্ন জায়গায় দুই তিন বার রেখে এমন অবস্তা করে ফেললাম যে এক জায়গায় করার সময় বুঝতেই পারছিলাম না কোন ফোল্ডার আগের কোনটা পরের, কোনটাতে সব ছবি আছে আর কোনটাতে নেই। এর পরই নেট থেকে অনেক গুলা সফটওয়্যার নামিয়েছি,ইন্সটল করেছি কিন্তু ভাল কাজ করে না। শেষে পেলাম এই সফটওয়্যারটি। এটি খুব কাজের ছোট পোর্টেবল একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটিই আজ আপনাদের সাথে শেয়ার করছি।
এই সফটওয়্যারটির সাথে থাকছে একটি পুরনাঙ্গ এবং সহজবদ্ধ টিউটোরিয়াল। যে কেউ এই টিউটোরিয়াল দেখলেই কাজটি করতে পারবেন। কথা না বাড়িয়ে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি কারন আজ হয়তো আপনার লাগবে না কিন্তু কোন একদিন হয়তো কাজে লেগে যেতে বারে। ফাইলতা যেহেতু খুব ছোট সংগ্রহ করে রাখতে দোষ কি?
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
যা যা করতে হবেঃ
নিচের ছবি গুলো অনুসরণ করুন-
এর পর দুই বার YES চাপুন;
ব্যস আপনার কাজ শেষ।
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
আশা করি সবার কাজে লাগবে।
=============================================================
বাংলা একাডেমির English to Bangla সফটওয়্যার [পিসি version]
আসসালামু আলাইকুম,
আশা করি ভালই আছে। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বাংলা একাডেমির English to Bangla সফটওয়্যার [পিসি version]।খুবই smooth একটা সফটওয়্যার।
বাংলা একাডেমী এর অভিধান এর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। অনেক সময় নেট এ সার্চ দিয়ে পাই না, পেলেও কিনতে বলে। কিন্তু আমি আজ আপনাদের ফ্রীতে দিচ্ছি। এটা নিয়ে বলার কিছুই নেই। এর গুরুত্ব আপনারা সবাই জানেন। তাহলে দেরি না করে ডাউনলোড করে নিন বাংলা একাডেমী এর ইংলিশ টু বাংলা ডিকশনারি।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
সফটওয়্যার ডাউনলোড লিংকঃ বাংলা একাডেমির English to Bangla সফটওয়্যার
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
 
নিচে কিছু Screen Shoot দিলাম।
 
 
আশা করি আপানাদের কাজে লাগবে
বিঃদ্রঃ প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।
=============================================================
সংরক্ষণ করে রাখুন কাজে লাগবে সারা জীবন

বিসমিল্লাহির রহমানির রহিম,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ !
আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা ওয়ার্ড সফট কপি যা আপনি সংগ্রহ করে রাখলে সারা জীবন কাজে লাগবে।
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর এবাদাত বন্দেগীর উদ্যেশ্যে। সেই এবাদত এর অন্যতম একটি হল নামাজ আদায় করা। তাই সঠিকভাবে নামাজ আদায় করতে হলে সঠিক পদ্ধিতে আদায় করতে হবে। না হয় আমাদের এবাদত কবুল হবে না।
তাই আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটা ওয়ার্ড সফট কপি যা আপনি সংগ্রহ করে রাখলে সারা জীবন কাজে লাগবে।
 

ডাউনলোড লিংকঃ নামাজ শিক্ষা

 

নামায না পড়ার ১৫ টি কঠিন শাস্তি

যারা নামায পড়েনা তাদের জন্য আল্লাহ্ পাক পনেরটি আজাব নির্দিষ্ট করিয়া রাখিয়াছেন। পনেরটি আজাবের মধ্যে ছয়টি দুনিয়ায়, তিনটি মৃত্যুর সময়, তিনটি কবরের মধ্যে এবং বাকি তিনটি হাশরের মধ্যে দেয়া হইবে।
দুনিয়াতে যে ছয়টি আযাব দেওয়া হয়। তা নিম্নরূপ।
১. তাহার জীবনে কোনরূপ বরকত পাইবেনা।
২. আল্লাহ্ তার চেহারা হইতে নেক লোকের চিহ্ন উঠাইয়া লইবেন।
৩. যে যাহা কিছু নেক কাজ করবে, তাহার ছওয়াব পাইবেনা।
৪. তাহার দোয়া আল্লাহ্ পাকের নিকট কবুল হইবে না।
৫. আল্লাহ্ পাকের সমস্ত ফেরেশতা তাহার উপর অসন্তুষ্ট থাকবে।
৬. ইসলামের মূল্যবান নেয়ামত সমূহ হইতে বঞ্চিত করা হইবে।
মৃত্যুর সময় যে তিনটি আযাব দেওয়া হয়। তা নিম্নরূপ।
১. অত্যন্ত দুর্দশাগ্রস্ত হইয়া মৃত্যুবরণ করিবে।
২. ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু বরন করিবে।
৩. মৃত্যুকালে তাহার এত পিপাসা পাইবে যে,তাহার ইচ্ছা হইবে দুনিয়ার সমস্ত পানি পান করিয়া ফেলিতে।
কবরের মধ্যে যে তিনটি আযাব দেওয়া হয়। তা নিম্নরূপ।
১. তাহার কবর এমন সংকীর্ণ হবে যে তাহার এক পাশের হাড় অপর পাশের হাড়ের সংগে মিলিত হইয়া চূর্ণবিচূর্ণ হইয়া যাইবে।
২. তাহার কবরে, দিনরাত্রি সবসময় আগুন জ্বালাইয়া রাখা হবে।
৩. আল্লাহ্ তাহার কবরে একজন আজাবের ফেরেশ্তা নিযুক্ত করিবেন। তাহার হাতে লোহার মুগুর থাকবে। সে মৃত ব্যক্তিকে বলতে থাকবে যে,দুনিয়ায় কেন নামায পড় নাই। আজ তাহার ফল ভোগ কর। এই বলিয়া ফজর নামায না পড়ার জন্য ফজর হইতে জোহর পর্যন্ত, জোহর নামাযের জন্য জোহর থেকে আছর পর্যন্ত, আছরের নামাযের জন্য আছর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাযের জন্য মাগরিব হইতে এশা পর্যন্ত এবংএশার নামাযের জন্য এশা হইতে ফজর পর্যন্ত লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে।
আর বাকি তিনটি দেওয়া হবার রোজ হাশরের দিন কিয়ামতের ময়দানে।
আমাদের মধ্যে যারা মুসলিম আছে আসুন ভাই আমরা সকল ভাই ও বোনেরা নিয়মিত এবং সময়মত নামাজ পড়ি, অপর ভাইদের ও
বলি নামাজ পরার জন্য। তাহলেই একমাত্র
আমাদের সমাজ এ প্রকৃত শান্তি ও মুক্তি আসবে।
ভাল থাকবেন সবাই
=============================================================

=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================
=============================================================

All in One Reviewed by MD EMDADUL HOQUE on Thursday, March 03, 2016 Rating: 5

No comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com