Top Ad unit 728 × 90

নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি চমৎকার CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার

চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত। একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না "first impression is the best impression"। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী। আমি আজ আপনাদের ১৫টি ভিন্ন ফরম্যাটের CV এর ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।
ডাউনলোড লিংক



আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন-

  • একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷ 
  • একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷ 
  • আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন৷ 
  • মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷ 
আশা করি এই টিউনটি সবার খুব কাজে আসবে।

ভাল থাকবেন সবাই।
নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি চমৎকার CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার Reviewed by MD EMDADUL HOQUE on Monday, November 16, 2015 Rating: 5

14 comments:

  1. আপনাদের ও ধন্যবাদ

    ReplyDelete
  2. cv গুলা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ..........

    ReplyDelete
  3. এত্তগুলা একসাথে সংগ্রহ করে দেয়ার জন্য ধন্যবাদ উপকৃত হলাম :)

    ReplyDelete
    Replies
    1. সাইটে ভিসিট এর জন্য আপনাকেও ধ্যবাদ...।
      নিচের লিঙ্ক গুলো আপনার কাজে লাগতে পারে...

      http://tipsfair.blogspot.com/2015/11/blog-post_37.html

      http://tipsfair.blogspot.com/2015/11/blog-post_63.html

      Delete
  4. আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর করে সিভিগুলো তৈরি করে দেয়ার জন্য।

    ReplyDelete
  5. সত্যিই অসাধারণ। অসংখ্য ধন্যবাদ।

    ReplyDelete

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com