Top Ad unit 728 × 90

পোর্টেবল সফটওয়্যারের জন্য আর ওয়েবসাইটে ওয়েবসাইটে ঘুরতে হবে না,এখন থেকে যে কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানান আর আপানার PC সিস্টেমকে রাখুন জঞ্জাল মুক্ত এবং Smooth

আসসালামু আলাইকুম,

পোর্টেবল সফটওয়্যার কি সে বিষয়ে আর বিস্তারিত বলবনা।শুধু এক কথায় বলি- পোর্টেবল সফটওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহারের জন্য PC তে ইন্সটল করার দরকার হয় না।তাই আপানার কাছে যদি আপানার প্রয়োজনিয় সফটওয়্যার গুলোর পরতাবালে ভার্সন থাকে তাহলে নতুন করে PC তে উইন্ডোজ দিলেও এক এক করে ওই সব সফটওয়্যার ইন্সটল দেয়ার দরকার হবে না।ইন্সটল দেয়ার ঝামেলা নেই যার ফলে আপানার PC থাকে জঞ্জাল মুক্ত এবং Smooth, তাছড়া সময় আর সিস্টেমের জায়গাও উভয়ই সেভ হয়।
কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

যা যা করতে হবেঃ
১. প্রথমে সফটওয়্যার  ডাউনলোড করুন এখান থেকে-VM Ware

২. এখন নিচের ছবি অনুযায়ি step by step বর্ণনা ফলো করুন-

আশা করি সবার কাজে লাগবে
ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার নতুন কোন টিউন নিয়ে আপনাদের সাথে হাজির হব।
পৃথিবীর বিখ্যাত লোকদের কিছু বিখ্যাত উক্তি যা আমাদের জীবনে প্রয়োগ করলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে।
“ মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া॥ 
—মারিও কুওমো।
“ অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন॥ 
—ডেল কার্নেগি।
“ হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।
কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়॥ 
—পীথাগোরাস।
“ ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও॥ ”
—হযরত সোলায়মান (আঃ)।
পোর্টেবল সফটওয়্যারের জন্য আর ওয়েবসাইটে ওয়েবসাইটে ঘুরতে হবে না,এখন থেকে যে কোন সফটওয়্যারকে পোর্টেবল সফটওয়্যার বানান আর আপানার PC সিস্টেমকে রাখুন জঞ্জাল মুক্ত এবং Smooth Reviewed by MD EMDADUL HOQUE on Saturday, September 24, 2016 Rating: 5

No comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com