Top Ad unit 728 × 90

Connectify Hotspot Pro দিয়ে আপনার পিসির internet শেয়ার করুন বন্ধুদের সাথে



কিভাবে আপনার PC কে Wifi hotspot রুপান্তরিত করবেন তা নিয়ে আজকের আলোচনা। এবার মোবাইল অথবা অন্য PC তে নেট ব্যাবহার করুন এক কানেকসন থেকে। ব্রডব্যান্ড অথবা মডেম থেকে। পোস্ট টি সম্পূর্ণ না পরলে আপনি সফল ভাবে কাজটি সম্পন্ন করতে পারবেন না।



এই সফটওয়্যার টি দিয়ে আপনি আপনার ল্যাপটপ  এর  ইন্টারনেট কে ব্যাবহার করে ওয়াইফাই জোনে পরিণত করতে পারবেন এবং সেই ওয়াইফাই কে  যে কোন ওয়াইফাই সাপোর্ট করে এমন মোবাইল আথবা ডিভাইস এ ব্যাবহার করতে পারবেন।



ডউনলোড লিংক



এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার পিসি তে একটি ভার্চুয়াল হটস্পট তৈরি করতে পারবেন। এই হটস্পট থেকে আপনি কয়েকটি ইন্টারনেট কানেকশন ব্যাবহার করতে পারবেন যেমন আপনার tablet,mobile যেগুলো তে ওয়াইফাই আছে। যদি আপনার পিসি/ল্যাপটপ দিয়ে একাধিক ইন্টারনেট ইউজ করতে হয় তাহলে ডাউনলোড করে নিন সফটওয়্যারটি। হয়ত খারাপ লাগবে না। আর যেমন ই লাগুক আমাকে কমেন্ট করে জানাবেন।

যা যা প্রয়োজন


১.আপনার পিছিতে অবশ্যই WiFi Device থাকতে হবে । ল্যাপটপ এ প্রয়োজন নেই।

২. Connectify Hotspot Pro ডাউনলোড করুন। (ডাউনলোড লিংক উপরে দেওয়া আছে)
৩.Lan/ Wifi driver টি ইন্সটল থাকতে হবে।
৪.আপনার অ্যান্টিভাইরাস এর FireWall অপশন টি Disable করে নিন।

যেভাবে ইন্সটল করবেন


১. প্রথমে Connectify Hotspot ইন্সটল করুন। (একবার আপনার পিছি Restart নিবে।)

২.ইন্সটল হলে এবার Crack ফোল্ডার থেকে Connectify 8 Crack ওপেন করুন।
৩. Active pro বাটন এ ক্লিক করুন।
৪. এবার BLOCKHosts কে Run as Administrator এ ওপেন করুন।
৫.এবার ok বাটন এ ক্লিক করুন।
৬.Connectify Hostpot Pro ওপেন করুন।


ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে চালু করুন আপনার ওয়াইফাই। আর উপভোগ করতে থাকুন।











এখন আর কোন জটিলতা ছাড়াই ব্যাবহার করুন ইন্টারনেট, আর আপনার বন্ধুদের ও পরিবারের সদস্য-দের সাথেও শেয়ার করুন আপনার ইন্টারনেট!!!

টিউনটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না!  আর কোন প্রশ্ন থাকলে , প্রশ্ন করতে ভুলবেন না।  আপনাদের সকলের প্রতি শুভ কামনা রইল । পরবর্তি টিউনে দেখা হবে ইনশাআল্লআহ। ভাল থাকবেন।
ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার নতুন কোন টিউন নিয়ে আপনাদের সাথে হাজির হব।
Connectify Hotspot Pro দিয়ে আপনার পিসির internet শেয়ার করুন বন্ধুদের সাথে Reviewed by MD EMDADUL HOQUE on Wednesday, November 25, 2015 Rating: 5

2 comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com