Top Ad unit 728 × 90

কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন আপনার ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলো ব্যাবহার করুন নিশ্চিন্ত মনে

আজ যে সফটওয়্যারটি নিয়ে হাজির হলাম তা দিয়ে ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন। আশ্চর্য হবার কিছু নেই। মনোযোগ দিয়ে লিখাটা পরলে যে কেউ কাজটা করতে পারবে।
ডাউনলোড লিংক

সচরাচর জনপ্রিয় বিভিন্ন সফটওয়্যারগুলো আমাদের পক্ষে অনেক ডলার খরচ করে কিনা সম্ভব হয় না। অথচ সেই সব প্রয়োজনীয় সফটওয়্যারগুলো অত্যন্ত জরুরী বলে তার ট্রায়াল ভার্সন ব্যবহার করতে হয় বাধ্য হয়ে।


ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলোর ফ্রি বা ট্রায়াল ভার্সন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কম্পিউটারে ব্যবহার করা যায়। এরপর তা ডেট এক্সপায়ারড হলেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এখন থেকে আপনি সেই সমস্ত ট্রায়াল ভার্সনের সফটওয়্যারগুলো একদম বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে পারবেন।কথা না বাড়িয়ে কাজের কথায় চলে আসি।

১. কাজটি করার জন্য সবার প্রথম সফটওয়্যারটি উপরের Download Now বাটন থেকে ডাউনলোড করতে হবে এবং Install করতে হবে;
২. এর পর সফটওয়্যারটি ওপেন করেন, নিচের ছবির মত আসবে;



৩. Browse বাটন ক্লিক করে ট্রায়াল ভার্সন সফটওয়্যারটি সিলেক্ট করুন;


৪. Choose the new date থেকে আগামী কালকের তারিখ সিলেক্ট করুন;


৫. Enter a name for create desktop icon বক্সে সফটওয়্যারটির নাম দিন;
৬. Create desktop short-cut বাটনে ক্লিক করুন;
৭. ব্যাস, আপানার কাজ শেষ,ডেস্কটপ এ একটি shortcut তৈরি হবে। এখন থেকে সফটওয়্যারটি ওপেন করতে এই shortcut টি ব্যবহার করুন আর বিনামূল্যে সারাজীবন ব্যবহার করতে থাকেন trial software গুলো।

ভাল থকবেন সবাই

কোনরকম রেজিস্ট্রেশন ছাড়াই আজীবন আপনার ট্রায়াল ভার্সন সফটওয়্যারগুলো ব্যাবহার করুন নিশ্চিন্ত মনে Reviewed by MD EMDADUL HOQUE on Sunday, November 15, 2015 Rating: 5

3 comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com