Top Ad unit 728 × 90

এখন থেকে আপনার নিজের ছবিই হবে ফোল্ডারের আইকন (ICON MAKER)

আজ আমি আপনাদের একটা সফটওয়্যার এর লিংক দেব। সফটওয়্যারটির নাম ICON MAKER. এটি খুব ছোট সাইজ এর কিন্তু খুব এ ভাল মানের সফটওয়্যার।নাম শুনেই বুঝা যাচ্ছে যে এই সফটওয়্যার এর কাজ কি। হা, এই সফটওয়্যার টা দিয়ে খুব সহজে আপনি আপনার ছবিকে ICON(.ico) বানাতে পারবেন এবং তা ফোল্ডার এর আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন তা নিচে সচিত্র বর্ণনা করলাম।
ডউনলোড লিংকঃ

ICON MAKER

১. আপনার নিজের ছবি দিয়ে ফোল্ডার আইকন তৈরী করার জন্য প্রথমে সফটওয়্যারটি ইন্সটল করুন এবং রান করুন।



২. এবার ফাইল মেনু থেকে Import From Graphic’s select করুন



৩. এবার open বক্স থেকে পছন্দের ছবিটি open করুন



৪. এবার প্রয়োজন অনুযায়ি Edit করুন। সম্পাদনকৃত আইকন এর ছবিটি উপরের ডান পাশে দেখা যাবে।



৫. এবার ফাইলটি সেভ করুন .ico হিসাবে।ব্যাস তৈরী হয়ে গেল আপনার আইকন।
৬. এবার যে কোন ফোল্ডার এর Properties থেকে ফোল্ডারটি Customize করে ফেলুন আপনার আইকনটি দিয়ে।

ভাল থাকবেন সবাই

কিছু ফ্রি উপদেশ
আমরা সাধারনত অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করে থাকি তারপর যখন পিছিয়ে পড়ি তখন করার কিছু থাকে না।আমরা ইচ্ছে করেই কোন কিছুকে গুরুত্ব দেই না।গ্রাফিক্স ডিজাইন ,থ্রি ডি এনিমেশন এর মত বিষয় গুলো আমাদের জানা থাকলে আমরা বেকারত্বের অন্ধকার থেকে রেহাই পেতাম।আমাদের আর হতাশার দীর্ঘশ্বাস ফেলতে হত না।হতাশা কাটাতে আপনার একটি কম্পিউটার+ইন্টারনেট হলেই যথেষ্ট শুধু থাকতে হবে আপনার দৃঢ় সংকল্প তাহলেই আপনি সব বাধাকে পিছনে ফেলে সামনের উজ্বল আলো দেখতে পারবেন।এই মুহুর্তে বাংলাদেশ সহ সারা বিশ্বে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা ব্যাপক।তাই আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে মাত্র কয়েকমাসের ভিতরেই গ্রাফিক্স ডিজাইন আয়ত্বে এনে নিজেকে বদলে দিতে পারেন।


এখন থেকে আপনার নিজের ছবিই হবে ফোল্ডারের আইকন (ICON MAKER) Reviewed by MD EMDADUL HOQUE on Wednesday, November 11, 2015 Rating: 5

No comments:

All Rights Reserved by TipsFair © 2014 - 2015
Designed by Themes24x7

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.

Powered by themekiller.com